Posts

Featured post

ক্যাম নেউয়ে বার্সাকে রোখে দিল কাদিস

Image
ম্যাচ জুড়ে রাজত্ব করল বার্সেলোনা। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিল কাদিসকে। লিওনেল মেসির পেনাল্টি গোলে লম্বা সময় এগিয়েও থাকল রোনাল্ড কুমানের দল। কিন্তু শেষ সময়ে পেনাল্টি থেকে গোল করে তাদের রুখে দিল কাদিস। Ad কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গত ডিসেম্বরে দুই দলের প্রথম দেখায় ২-১ ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতা মিলে সবশেষ ৩ ম্যাচের দুটিতে হারা কাতালান দলটি এবার পয়েন্ট হারাল লা লিগায়। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া দলটির উপরই আস্থা রেখেছিলেন কুমান। তারা পারলেন না দলকে জয়ে ফেরাতে। চাভি এর্নান্দেসকে (৫০৫) ছাড়িয়ে বার্সেলোনার হয়ে লা লিগায় সবচেয়ে বেশির ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে গোল পেলেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো পয়েন্ট হারানোর হতাশায়। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে কাদিসকে চেপে ধরে বার্সেলোনা। যথারীতি রক্ষণে নিজেদের গুটিয়ে রেখেছিল সফরকারীরা। ডি-বক্সের আশেপাশে কাদিসের ৯ খেলোয়াড়ের ভীড়ে শট নেওয়ার মতো ফাঁকা জায়গা খুঁজে পাচ্ছিল না স্বাগতিকরা। মেসি, জর্দি আলবা, উসমান দেম্বেলেরা ডি-বক্সের বাইরে

আমাদের বড়লেখা

আমাদের বড়লেখা উপজেলায় বিপুল সংখ্যক ভোট পেয়ে বর্তমানে নির্বাচিত হয়েছেন জনাব সোয়েব আহমদ । তাকে বড়লেখার ছোট বড় সবাই ভালোবাসে ।তার বিচার কার্জ মনুমুগ্ধকর। ন্যায়ের মানুষ এবং অন্যায়ের প্রতিবাদী। খুবই কম সময়ে তার জনপ্রিয়তা সারা বড়লেখা জুরে। এবং এর আগেও তিনি ছিলেন ২ বারের ইউনিয়ন চেয়ারম্যান।  সবাই তার জন্য দোয়া করবেন উনি জেন সব সময় জনগনের সেবা করতে পারেন।

গ্রামীণ জিবন

আমার স্মৃতিতে গ্রাম একটা জীবন্ত সকাল। ভোরের আলোর মত, নতুন দৃপ্তি দেয় সবসময়। দক্ষিণা বাতাস যেমন শরীরে সতেজতা নিয়ে আসে, তেমনি গ্রামীন জীবন আবেশ, আবেক আমার মনের কোনায় একটা সুনিবিড় আবহ তৈরি করে। গ্রামের মেঠ পথ, সুশীতল গাছের সারি, আঁকাবাঁকা পথঘাট, সবুজ প্রন্তর, ছোট নদীর শান্ত ধারা, সহজ সরল লোক মেজাজ, লোকালয়ের প্রান্ত ঘেষে বাঁশঝাড় , দৈনন্দিন কৃষকের ব্যস্ততা, হাটবাজার , মেলা উৎসবে সংম্পৃক্ততা, নিবিড় সরল পারিবারিক জীবন যাপন, আর হাসি কান্না, দূঃখ -বেদনার নানান স্মৃতির সংমিশ্রন । যেন প্রকৃতির সহজ রূপায়ন আমার গ্রাম্য জীবন।তাই আমার গ্রাম ও আমার জীবন এক নিবিড় ভালবাসায় বাঁধা।