গ্রামীণ জিবন

আমার স্মৃতিতে গ্রাম একটা জীবন্ত সকাল। ভোরের আলোর মত, নতুন দৃপ্তি দেয় সবসময়। দক্ষিণা বাতাস যেমন শরীরে সতেজতা নিয়ে আসে, তেমনি গ্রামীন জীবন আবেশ, আবেক আমার মনের কোনায় একটা সুনিবিড় আবহ তৈরি করে। গ্রামের মেঠ পথ, সুশীতল গাছের সারি, আঁকাবাঁকা পথঘাট, সবুজ প্রন্তর, ছোট নদীর শান্ত ধারা, সহজ সরল লোক মেজাজ, লোকালয়ের প্রান্ত ঘেষে বাঁশঝাড় , দৈনন্দিন কৃষকের ব্যস্ততা, হাটবাজার , মেলা উৎসবে সংম্পৃক্ততা, নিবিড় সরল পারিবারিক জীবন যাপন, আর হাসি কান্না, দূঃখ -বেদনার নানান স্মৃতির সংমিশ্রন । যেন প্রকৃতির সহজ রূপায়ন আমার গ্রাম্য জীবন।তাই আমার গ্রাম ও আমার জীবন এক নিবিড় ভালবাসায় বাঁধা।

Comments

Popular posts from this blog

ক্যাম নেউয়ে বার্সাকে রোখে দিল কাদিস

আমাদের বড়লেখা