হাকালুকি হাওর এর নামকরণ ও অজানা রহস্য।

যে ভাবে নামকরণ হল মিঠা পানির বৃহৎ হাওর হাকালুকি

সোহেল রানা, মৌলভীবাজার : এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি। এ হাওরটি মৌলভীবাজার, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জ উপজেলা পর্যন্ত বিস্তৃত এ হাওরের নামকরণ অনেকেরই অজানা। তবে হাওর নিয়ে নিয়ে স্থানীয় একটি প্রবাদ অনেকের মুখে মুখে শোনা যায়। প্রবাদটি হলো-মানুষের মধ্যে মামুন মনসুর আর যত পোয়া, হাওরের মধ্যে হাকালুকি আর যত কোয়া। এই প্রবাদটি সত্যতাও বিদ্যমান হাওরের বুকে।
মিঠা পানির বিশাল এ হাওরটি প্রায় ২৩৮টি বিল নিয়ে বিস্তৃত। হাওরের মূল জলরাশির হলো পানাই ও জুরী নদী। বর্ষা বা খরা দুই মৌসুমেই হাওরটি তার অপরূপ সৌন্দর্য মেলে ধরে। হাওরের সেই অপরূপ প্রকৃতিক দৃশ্য অবলোকনে ছুটে আসে দেশ-বিদেশের প্রকৃতি প্রেমিরা। কিন্তু তাদের কাছে বিশাল এ হাওরের নাম করণের ইতিকথা অজানা থাকায় প্রকৃতি প্রেমিদের কাছে হাওরটির নাম জানার উৎসাহের অন্ত নেই।
স্থানীয় ভাবে হাকালুকি হাওরের নামকরণ নিয়ে নানা কথা শোনা যায়। জনশ্রুতি রয়েছে, মৌলভীবাজার বড়লেখা উপজেলার পশ্চিম অংশে এক সময় হেংকেল নামে এক উপজাতি পরিবার বসবাস করত। পরে তাদের আবসস্থলের নাম হয় হেংকেলুকি। পরবর্তীতে এই আবাসস্থলের নামনুসারে হাওরের নাম করণ ছিল হেংকেলুকি। সেই হেংকেলুকিই থেকে হাওরটি ‘হাকালুকি’ নামে পরিচিতি পায়।
তবে অন্য জনশ্রুতি মতে, হাকালুকি হাওরের কাছাকাছি এলাকায় এক সময় নাগা, কুকি উপজাতি লোকজন বসবাস করত। তারা নিজস্ব ভাষায় হাওরটিকে ‘হাকালুকি’ বলে ডাকতেন। তাদের ভাষায় ‘হাকালুকি’ শব্দের অর্থ হলো- লুকানো সম্পদ।
কিন্তু অন্য জনশ্রুতিতে জানা গেছে, বহু বছর আগে ত্রিপুরার মহারাজা ওমর মানিক্যের সেনাবাহিনীর ভয়ে বড়লেখার কুকি দলপতি হাঙ্গর সিং জঙ্গল ও কর্দমাক্ত এলাকায় আত্মগোপন (কুকিদের ভাষায়-লুকি দেয়) করলে ওই এলাকা ‘হাঙ্গরলুকি হিসাবে পরিচিতি পায়। পরবর্তীতে হাঙ্গরলুকি থেকে হাওরটির নামকরণ করা হয় হাকালুকি।
আবার স্থানীয় ভাবে প্রচলিত যে, প্রায় দেড়/দুই হাজার বছর আগে প্রবল ভূমিকম্পে হাওরপাড় এলাকায় ‘আকা’ নামে এক রাজা ও তাঁর সম্পূর্ণ রাজত্ব মাটির নিচে তলিয়ে যায়। তার পর থেকে স্থানীয়রা আকা রাজার রাজত্ব ও তার সম্পদ তলিয়ে যাওয়ার ঘটনাটি ‘আকালুকি’ ঘটনা হিসাবে লোকমুখে রটে। পরবর্তীতে আকালুকি থেকে ‘হাকালুকি’ নামে বিশাল এ হাওরটি পরিচিতি এবং স্বীকৃতি লাভ করে।

Comments

Post a Comment

Popular posts from this blog

গ্রামীণ জিবন

ক্যাম নেউয়ে বার্সাকে রোখে দিল কাদিস

আমাদের বড়লেখা